
প্রকাশিত: Wed, Dec 20, 2023 11:00 PM আপডেট: Wed, Jul 2, 2025 10:51 AM
[১]বৃহস্পতিবার জাপার নির্বাচনী ইশতেহার ঘোষণা, থাকছেন না জি এম কাদের
মনিরুল ইসলাম: [২] জাতীয় পার্টির চেয়ারম্যান এখন চুপ। গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। কোনও কথা বলছেন না। কোনও অনুষ্ঠানেও যাচ্ছেন না। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এ অনুষ্ঠানেও উপস্থিত থাকছেন না তিনি।
[৩]বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো প্রেস রিলিজ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, দ্বাদশ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
[৪] দলীয় সূত্র জানায়, ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মীরপুরে এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারে শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করতে যান নি। তবে ১৬ ডিসেম্বর রাতে জাপা কো- চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসায় গভীর রাত অবধি মনোনয়ন সমঝোতা নিয়ে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন। পরদিন ১৭ ডিসেম্বর বনানীর তার কার্যালয়ে আসেন। কার্যালয়ে আসলেও সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেননি। শুধু তার রুমে যাবার পথে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর অনুরোধে সংক্ষিপ্ত এক লাইন আমি ভিক্ষার সিট চাই না' বলে রুমে চলে যান।
[৫] জি এম কাদের প্রায় ১ মাসের কাছাকাছি সময় সাংবাদিকদের সাথে কথা না বলা, দলীয় ফোরামের কোনো অনুষ্ঠানে না আসা, আসন সমঝোতা নিয়ে নাটকীয়তার সময় নিশ্চুপ থাকায় নানা কথা উঠেছে জাপার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে।
[৬] সারা বছর সরকারবিরোধী সমালোচনায় সরব থাকা, হঠাৎ করে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নীরব থাকায় কানাঘুষা দানা বাঁধে।
[৭] প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণায় ২দিন অতিবাহিত হলেও জাপা চেয়ারম্যান কোথাও নেই। তার সহধর্মিণী শেরিফা কাদের ঢাকা- ১৮ আসনে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন গতকাল । সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
